নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশীদ তোতা কে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১২আগস্ট সোমবার দুপুরে কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এ সংবর্ধনা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন,অত্র কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল, সিনিয়র সহ-সভাপতি আলামিন খন্দকার, সাধারণ সম্পাদক শাকিল হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আফিফ হাসান,সাংগঠনিক সম্পাদক রাব্বি আহমেদ হানিফ, রাকিব জুয়েল প্রমুখ। সংবর্ধনা প্রদানকালে ছাত্রদের উদ্দেশ্যে কলেজের অধ্যক্ষ বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ তোমরাই পারো এদেশকে এগিয়ে নিয়ে যেতে। সরকার পতনের পর সারাদেশে যে ভয়াবহতা দেখা গেছে সে দিক থেকে নন্দীগ্রামের মানুষ তার একটুও দেখতে পারে নাই। তার কারণ তোমরা তোমাদের ছাত্রদলের নেতৃত্বে যেভাবে নন্দীগ্রামের সাধারণ মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছো হিন্দুদের মন্দির পাহারা সহ অসহায়দের আশ্বাস দিচ্ছো এতে করে আমার গর্ভে বুকটা ভরে গেছে। আমি স্বপ্ন দেখছি তোমরাই আগামীর ভবিষ্যৎ।