Khaborer Patrika
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় চৌগ্রাম উইনিয়নের সাবেক মেম্বার মাহাবুব আলমের মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১১, ২০২৪ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দূর্ঘটনায় চৌগ্রাম উইনিয়নের সাবেক মেম্বার মাহাবুব আলম বুলবুল (৪৭) নিহত হয়েছে। (১১ আগস্ট) রবিবার বেলা ৩টায় বগুড়া নাটোর মহাসড়কের রনবাঘা বাসস্ট্যান্ডে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে। এদূর্ঘটনায় আরোও গুরুত্বর আহত হয় তার সহধর্মিণী। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত মাহবুব আলম বুলবুলের বাড়ি সিংড়া থানার চৌগ্রাম ইউনিয়নের বড়িয়া গ্রামের আজাহার আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, বগুড়ার উদ্দেশ্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বের হয়েছিলেন মাহাবুব আলম বুলবুল ও তার স্ত্রী। রনবাঘা বাজারে এসে পৌছিলে কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাবেক মেম্বার মাহাবুব আলম বুলবুলের, এতে গুরুত্বর আহত হয় তার স্ত্রী, গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার তাকে করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এবিষয়ে কোন অভিযোগ না পাওয়ায় পরিবারের লোকজন মরদেহটি নিয়ে গিয়ে পারিবারিক ভাবে দাফন করেছে।