Khaborer Patrika
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাঁচা বাজার মনিটরিংয়ে নন্দীগ্রামের শিক্ষার্থীরা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১১, ২০২৪ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায়। পরিষ্কার করছেন রাস্তাসহ বিভিন্ন স্থাপনার আবর্জনা। দক্ষ হাতে করছেন রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ। এবার এসব শিক্ষার্থীদেরই দেখা গেছে বাজার মনিটরিং করতে।

রবিবার (১১ আগস্ট) বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

এদিন কুন্দারহাট বাজারের বিভিন্ন কাঁচা বাজার ঘুরে শিক্ষার্থীরা দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা সেটি মনিটরিং করেন। এ সময় তারা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করার অনুরোধ জানান।

পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য বিক্রেতারা সিন্ডিকেটকে দায়ী করছেন। তারা সেটিও পর্যবেক্ষণ করছেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহমুদুল হাসান তুহিন, ইতিহাস বিভাগের লুৎফর রহমান লিমন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমন কুমার নিতাই এর সমন্বয়ে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করা হয়েছে।