Khaborer Patrika
ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মন্দির পাহারায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১০, ২০২৪ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বগুড়ার নন্দীগ্রামে হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিচ্ছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে মন্দির পাহারার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জামায়াত-শিবির দলের কর্মীরা। দেশের এই উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে  উপজেলা জামায়াতের আমির এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, উপজেলা সকল মন্দিরগুলোতে গত বৃহস্পতিবার থেকে  রাত পর্যন্ত পাহারায় ছিলেন তারা। এছাড়া সংখ্যালঘু পরিবারের খোঁজখবর নেয়াসহ নিরাপত্তা নিশ্চিতের কাজ করছে জামায়াত। বাংলাদেশ জামাতে ইসলামী নন্দীগ্রাম উপজেলা শাখা আমীর মোঃ আনোয়ারুল হকের নির্দেশে (১০ আগস্ট) শনিবার উপজেলার ইউনিয়ন,পৌরসহ বিভিন্ন মন্দির পরির্দশন করেন নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন,

 পৌর জামায়াত শাখার সাবেক সেক্রেটারী মোঃ আব্দুল আলীম, আব্দুস সাত্তার, রাকিব  ফারক মামুন, রফিক, আলামিন, ১নং বুড়ইল ইউনিয়নের সেনেটারি জহুরুল ইসলাম, শহিদুল ইসলাম,  পৌর শিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, আতিকুল ইসলাম, শ্রমিক নেতা রজব,  জাকারিয়া সহ আরো অনেকে পরিদর্শন করেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আনোয়ারুল হক বলেন, গত বৃহস্পতিবার থেকে আমরা নেতাকর্মীদের  হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি। তাদের মনে সাহস দিতে বলেছি। হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে জামায়াত রয়েছে। জামায়াত মনে করে সংখ্যালঘু বলে দেশে কিছু নেই। সবাই দেশের নাগরিক।  উপজেলার সকল মন্দির পরিদর্শন করছে তারা । আমরা তাদের এই আশ্বাস দিচ্ছি যে হিন্দু সম্প্রদায়ের লোকজনের পাশে আমরা রয়েছি। হিন্দু-মুসলিম আমরা সবাই ভাই ভাই আমরা দেশেরই নাগরিক। নন্দীগ্রামের মাটিতে কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।