Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলায় সেনা সদস্যদের টহল জনমনে স্বস্তি

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২৪ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশে পুলিশের ওপর হামলা, থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরি প্রেক্ষিতে কর্মবিরতিতে যায় সারা দেশের সকল থানার পুলিশ।

অবশেষে প্রায় চার দিন পর শুক্রবার (৯ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলায় ১ প্লাাটুন সেনাবাহিনীর সদস‍্য মোতায়েন করা হয়েছে।  নন্দীগ্রাম উপজেলায় দায়িত্বে থাকা সিনিয়র ওয়ারেন্ট অফিসার গোলাম মোস্তফা এই প্রতিনিধিকে জানান, আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় নন্দীগ্রামে ১ প্লাাটুন সেনাবাহিনীর সদস‍্য মোতায়েন রয়েছে।  আমরা আইন শৃঙ্খলা ও শান্তি রক্ষায় উপজেলার বিভিন্ন মাঠে টহল শুরু করেছি এবং আমরা সকলের সহযোগীতা কামনা করছি। শুক্রবার বিকেলে নন্দীগ্রামের বিভিন্নস্থানে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের। এদিকে নন্দীগ্রাম উপজেলায় সেনাবাহিনীর সদস্যদের টহলের খবরে জনমনে স্বস্তি ফিরে এসেছে। রাস্তা ঘাট,হাট বাজারে লোক সমাগম বৃদ্ধি পেয়েছে।