Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম থানায় সাবেক এমপি মোশারফের পরিদর্শন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম থানার সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নিতে নন্দীগ্রাম থানা ও কুন্দারহাট হাইওয়ে থানা পরিদর্শন করেছে বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শুক্রবার (৯ আগস্ট) সন্ধায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সার্বিক খোঁজ খবর নিতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, সাধারণ সম্পপাদক কে,এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম,বাচ্চু। থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক, আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহŸায়ক গোলাম রাব্বানী, যুগ্ন আহবায়ক শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন সাধারণ সম্পাদক নূরনবী, সাংগঠনিক সম্পাদক আল- আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক, আবু বক্কর সিদ্দিক রঙিন, যুগ্ন আহবায়ক, মতিউর রহমান মুসা, আব্দুল হাকিম রিন্টু, মোহাম্মদ কুরবান আলী প্রমুখ। সাক্ষাৎকালে সাবেক এমপি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সকল নেতাকর্মী এককাতারে দাড়িয়ে সকল অপশক্তিকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। দেশে বসবাসরত সংখ্যালঘু, মন্দির, গির্জা, মানুষের জানমাল, সরকারী-বেসরকারী অফিস, দোকান-পাট, ঘর বাড়ি রাষ্ট্রীয় সম্পদ কেউ যেন ভাংচুর করতে না পারে এজন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছি।  দেশের সম্পদ আমাদের সকলের সম্পদ তাই আমাদের সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।