বগুড়ার নন্দীগ্রামে মেসার্স আকবর অটো রাইস মিলে ২০ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৯জুলাই) বিকেলে উপজেলার রুপিহারে অবস্থিত মেসার্স আকবর অটো রাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিক বস্তা ব্যবহার করার আপরাধের আকবর অটো রাইস মিলে দায়িত্বে থাকা সুপারভাইজার আরিফুর রহমান (৩০) কে এজরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রোহান সরকার জানান, চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এ আকবর অটো রাইস মিলে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।