বগুড়ার নন্দীগ্রামে পৌরসভা এলাকায় মশার উপদ্রব ঠেকাতে ঔষধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) উদ্বোধন করা হয়েছে। পৌরসভার রাজস্ব তহবিল থেকে ৯টি ওয়ার্ডে মশা নিধনে পর্যায়ক্রমে ৯দিন স্প্রে কার্যক্রম করা হবে।
(৮জুলাই) সোমবার বিকেলে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা। এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মোহন্ত,মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, পৌর নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ,ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান মিলন,মিলন,খোরশেদ আলম প্রমুখ। মেয়র আনিছুর রহমান বলেন, মশা নিধনে প্রতিটি ওয়ার্ডে মশার ঔষধ ছিটানোর কার্যক্রম পর্যায়ক্রমে চলবে। শহর-বাজারের দোকান, বাড়ি বা স্থাপনার ভেতরে-বাইরে, আশপাশে কোথাও পানি জমে থাকলে তা নিষ্কাশন করুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। চারপাশ পরিস্কার ও পরিচ্ছন্ন রাখুন। পরিবার সহ নিজে সুরক্ষিত থাকুন, প্রতিবেশিকেও সুরক্ষিত রাখুন।