বগুড়ার নন্দীগ্রামে সুপার লীগ সিজন-১ গ্র্যান্ড ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। (৮জুলাই) সোমবার সকাল ১০টায় মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে যুব সংঘ আয়োজিত খেলায় টাইটান টাইগার্স ক্লাব বনাম জাররাহ্ সুপার কিংস ক্লাবের মাঝে এ সুপার লীগ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
ক্রিকেট টুর্ণামেন্টে জাররাহ্ সুপার কিংস ক্লাব জয় লাভ করে। উক্ত ক্রিকেট টুর্ণামেন্টে ৫টি ইউকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচের পুরস্কার লাভ করেন সাব্বির রহমান। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মোহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা, উপজেলা আওয়ামী লীগর দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, ছাত্রলীগ নেতা জাহিদ প্রমুখ।