অর্থনৈতিক শুমারি-২০২৩ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকল্প এর আয়োজনে গত শুক্রবার (২৮ জুন) বগুড়ার নন্দীগ্রামে সরকারি পাইলট হাইস্কুলে এবং পন্ডিতপৃকুর হাইস্কুলে অর্থনৈতিক শুমারী লিস্টিং কার্যক্রমে নিয়োজিত লিস্টারগণদের নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ রবিবার (৩০ জুন) সমাপ্তি হয়েছে।
প্রশিক্ষণে শেষ দিনে পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রবিউল ইসলাম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনৈতিক শুমারী জোনাল অফিসার জোন-১ এর তফিকুল ইসলাম, জোন-২ এর মানিক রতন, জোন-৩ এর রবিউল ইসলাম। এছাড়া আইটি সুপারভাইজার সনাতন সরকার, সোহাগ হোসেন ও লিস্টারগণ।
প্রশিক্ষণ শেষে অর্থনৈতিক শুমারির লিস্টিং কার্যক্রম পরিচালনার করার জন্য দুইটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত ৮৮ জন কে একটি করে ট্যাব, ম্যাপ, ব্যাগ, আইডি কার্ড প্রদান করা হয়।
প্রশিক্ষণ পরিদর্শনকালে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম লিস্টারদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং নন্দীগ্রাম উপজেলাবাসীকে অর্থনৈতিক শুমারির তালিকা প্রস্তুত করণের জন্য লিস্টারদের সহযোগিতা করার আহ্বান জানান।
অর্থনৈতিক শুমারি আগামী ৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৫ জুলাই পর্যন্ত। তালিকাকরণ শেষ হলে ল্যাপটপ পুনরায় আইটি সুপারভাইজারের মাধ্যমে জোনাল অফিসারের নিকট জমা দিতে হবে।