বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২৭ জুন বেলা ১১ টায় পৌরসভার হলরুমে পৌরসভার মেয়র আনিছুর রহমান আনিছের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নন্দীগ্রাম উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন, বগুড়া জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা শিল্প ও বর্ণিক সমিতির সভাপতি করিম সরদার, সাধারণ সম্পাদক এ,কে,এম ফজলুল হক কাশেম। এছাড়া উপস্থিত বক্তব্য রাখেন নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা। এসময় নন্দীগ্রাম পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে নন্দীগ্রাম পৌরসভার উন্নয়নে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ২৪ কোটি ৬৯ লক্ষ ৫৭ হাজার ১৮০ টাকা পরবর্তী বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়।