Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার নতুন পুলিশ সুপার জাকির হাসান

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৪, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হাসান। তিনি সর্বশেষ ফেনীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন।রোববার (২৩ জুন) জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ হয়েছে।

জানা গেছে, জাকির হোসেন ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি জীবন শুরু করেন। এছাড়া তিনি এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন র‍্যাবেও। বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা এই কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুরের মধুখালি উপজেলায়।

এদিকে, বগুড়ার বর্তমান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।