বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩জুন) বিকাল সাড়ে ৩টায় ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা।
৫নং ভাটগ্রাম ইউনিয়নের সভাপতি গৌর চন্দ্রের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহা। এতে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, নন্দীগ্রাম উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অমল মাহাতো, শেরপুর উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র ঘোষ, কানাই রাম চৌহান, পলাশ চন্দ্র বর্মন,আরতি রানী চৌহান, রিতা রানি চৌহান প্রমূখ। নেতারা উক্ত মতবিনিময় সভায় তাদের বক্তব্য বলেন, আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন করতে হবে। উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে ১০% আদিবাসী কোটা বাস্তবায়ন করার দাবি জানান।
পরে গৌর চন্দ্রকে সভাপতি, বিজয় রায় কে সাধারণ সম্পাদক, শ্রী তপন চন্দ্র রবিদাস কে সাংগঠনিক সম্পাদক, ও পপি রানীকে মহিলা বিষয়ক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন নন্দীগ্রাম উপজেলা ৫নং ভাটগ্রাম ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।