Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মেরিন ইঞ্জিনিয়ার সোহেলের কোরবানির মাংস ও নগদ অর্থ বিতরণ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৯, ২০২৪ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

 

বগুড়ার নন্দীগ্রামে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব দুঃখী অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে নগদ অর্থ ও কোরবানির মাংস বিতরণ করেছে নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপ-সচিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম দেলোয়ার হোসেন এর সন্তান মার্চেন্ট ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল।

প্রতিবছরের ন্যায় এবছরেও ক্যাপ্টেন মার্চেন্ট সরোয়ার সোহেল গরিব-দুঃখী অসহায় মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ঈদুল আযহার দ্বিতীয় দিনে নিজ অর্থায়নে কোরবানির পশু কিনে ৩নং ভাটরা ইউনিয়নের দমদমা গ্রামের প্রায় দুই শতাধিক গরীব, দুস্থ, অসহায়, খেটে খাওয়া  দিনমজুরদের মাঝে মাংস ও নগদ অর্থ প্রদান করেন।

মার্চেন্ট ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে আমার পথ চলা। এলাকার গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে আমি সব সময় রয়েছি । প্রতিবছরের ন্যায় এ বছরেও আমি আমার এলাকার অসহায় গরীব দুঃখী খেটে খাওয়া দিনমজুরদের মাঝে কোরবানির মাংস এবং নগদ অর্থ বিতরণ করেছি।

তিনি আরো বলেন, আমি যখনই সময় পাই ছুটিতে বাড়ি এলে গরীব দুঃখী অসহায় মানুষদের  পাশে দাঁড়ানোর চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে পারলে আমার অনেক ভালো লাগে তাই প্রতিবছরের মত এ বছরেও গরু জবাই করে দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে মাংস ও নগদ অর্থ বিতরণ করেছি।