Khaborer Patrika
ঢাকাশনিবার , ১৫ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৫, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকাল সাড়ে ৩টায় বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করেন জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা।

সংগঠনের সভাপতি শ্রী গৌতম চন্দ্র মাহাতো’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী সন্তোষ সিং বাবু, আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার সহ-সভাপতি শ্রী যুগের চন্দ্র সিং, শেরপুর উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন সিং, গাবতলী উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি প্রভাত মালো, উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সদস্য সচিব হিরালাল সিং।

এসময় আরো বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক রিপন মাহাতো, কোষাধ্যক্ষ উজ্জ্বল মাহাতো, বুড়ইল ইউনিয়ন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি সনাতন বর্মন, সাধারণ সম্পাদক পরিমল বর্মন, সদস্য জানোকি বর্মন, কাজলী বর্মন, বগুড়া জেলা জাতীয় আদিবাসী ছাত্র পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সোহাগ কুমার সিং, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোতিবসু প্রমূখ। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বগুড়া জেলা জাতীয় আদিবাসী পরিষদের সহ সাধারণ সম্পাদক শ্রী মোহন চন্দ্র বর্মন।