Khaborer Patrika
ঢাকারবিবার , ৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ৯, ২০২৪ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ায় ব্রাজিল নামে ২৯টি মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ই জুন শনিবার রাত ১১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত ব্রাজিল বগুড়া শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। তবে সে পোড়াপাড়া এলাকাতেও থাকতো বলে জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।

পুলিশের এই কর্মকর্তা জানান, একাধিক মামলার আসামি ব্রাজিলকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার শরীরে পা থেকে মাথা পর্যন্ত কোপানোর দাগ রয়েছে। তবে কি কারণে এ হত্যাকাণ্ড এবং কারা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। আমরা ঘটনাস্থলে আছি।

পুলিশের তথ্যানুযায়ী শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলের নামে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র , মাদক , সন্ত্রাসী, বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন, চাঁদাবাজি, এবং এসিড নিক্ষেপসহ ২৯টি মামলা রয়েছে।