Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

রাত পোহালেই নন্দীগ্রাম উপজেলা নির্বাচন, সরঞ্জাম যাচ্ছে ভোট কেন্দ্রে

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ৪, ২০২৪ ৫:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রাত পোহালেই ৪র্থ ধাপে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা থেকে নির্বাচনী সকল সরঞ্জাম যাচ্ছে ভোট কেন্দ্রগুলোতে। বেলা ১২ টা থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে। আগামীকাল ৫ই জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নন্দীগ্রামের নির্বাচনী মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এদিকে ভোট গ্রহণকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে এবং কোথাও যেনো কোন অপৃতীকর ঘটনা না ঘটে এজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠে রয়েছে বিজিপি, এপিবিএন, পুলিশসহ আনসার বাহিনীরার সদস্যরাও। এছাড়াও রয়েছে এনএসআই, ডিএসবি, ডিজিএফআই ও বিশেষ গোয়েন্দা টিম।

জানতে চাইলে উপজেলা নির্বাচন বাবু হক বলেন, চতুর্থ ধাপের নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন, ভোট যাতে সুষ্ঠুভাবে হতে পারে এ জন্য ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এই উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

উল্লেখ্য, নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১লক্ষ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন ও নারী ভোটার ৭৮ হাজার ৮৪০ জন। এছাড়া ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।