আগামী ৫জুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে আনোয়ার হোসেন রানা এলএলবিকে জয়ী করার লক্ষ্যে উপজেলা শ্রমিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
২১মে মঙ্গলবার বেলা ৩টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রমিক লীগের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল মিঞা। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, সাংগঠনিক সম্পাদক শ্রী আনন্দ কুমার, স্বপন চন্দ্র, শামিম শেখ। শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, ইউনিয়ন শ্রমিক লীগ নেতা মনসুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক,জাহিদুর রহমান,কামাল হোসেন,হাসান সরদার, মানিক সোনার,আনিছ প্রমুখ। উক্ত মতবিনিময় সভার অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাজ।