চতুর্থ ধাপে নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামসুর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রবিবার (১৯ মে) তিনি রিটার্নিং অফিসারের নিকট তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১৯ মে) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিলো। তার প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির।
এখন নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলো। আগামীকাল সোমবার (২০ মে) চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের আগেই চেয়ারম্যান পদপ্রার্থী শামছুর রহমানের প্রার্থীতা প্রত্যাহার করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
সামছুর রহমান তার নিজস্ব ফেইসবুক আইডিতে নির্বাচন প্রত্যাহার করে বলেন, “আলহামদুলিল্লাহ মাননীয় এমপি মোঃ মোশারফ হোসেন মহোদয়ের নির্দেশে, ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সম্মানার্থে প্রিয় দলের শৃঙ্খলা রক্ষার্থে দলের সিদ্ধান্তে উপজেলা ভোট বর্জন একাত্মতা প্রকাশ করে, আমার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র (প্রার্থী) প্রত্যাহার করছি।