Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৫ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৫, ২০২৪ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ভাইয়ের বাড়ি থেকে ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় আলহাজ্ব মোসলেম উদ্দিন (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৫মে) রাত ৯টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যাক্তি নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কালাইচাপড় গ্রামের মৃত সহির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার দিকে কুন্দারহাট বাসস্ট্যান্ডে অটোভ্যান থেকে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ মোসলেম উদ্দিন। নাটোর থেকে বগুড়া গামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান যাহার নাম্বার বগুড়া-ন ১১-১৬৭৯ সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোসলেম উদ্দিনের মৃত্যু হয়। পালিয়ে যাবার সময় ঘাতক চালক ও পিকআপকে ধাওয়া করে আটকের পর হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করে উত্তেজিত জনতা।

নিহত মোসলেম উদ্দিনের ছোট ভাই মোখলেছুর রহমান জানান, আমার বড়ভাই মোসলেম উদ্দিন রাত সাড়ে ৮টায় আমার বাড়ি কামুল্লা থেকে দাওয়াত খেয়ে তার বাড়ি কালাইচাপড় যাচ্ছিলো। পথিমধ্যে কুন্দারহাট বাসস্ট্যান্ডের রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় নিহত হয়েছে।

জানতে চাইলে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্বাস আলী বলেন, একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোসলেম উদ্দিন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। চালক ও পিকআপ ভ্যান আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।