বগুড়ার নন্দীগ্রামে প্রচন্ড তাপদাহে অস্বস্তিতে থাকা দিনমজুর থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানির বোতল ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা শ্রমিকলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র নির্দেশে উপজেলার সিমলা বাজারে প্রথম ধাপে নিজস্ব অর্থায়নে খাবার পানি ও স্যালাইনের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নন্দীগ্রাম উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাজ।
এসময় উপস্থিত ছিলেন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ রুবেল আলী সরদার, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ আল-আমিন প্রামানিক সহ উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিনামূল্যে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাজ বলেন, অত্যন্ত গরমে ব্যাহত হচ্ছে খেটে খাওয়া অসহায় মানুষদের জীবন চলাচল। কাঠফাটা রোদে তৃষ্ণা মেটাতে শিক্ষার্থী, পথচারিসহ খেটে খাওয়া মানুষদের পাশে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা সব সময় রয়েছে।