বগুড়ার নন্দীগ্রামে সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ই এপ্রিল দুপুরে নন্দীগ্রাম পৌরসভা হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র মো: আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, পৌর নির্বাহী প্রকৌশলী সার্ভেয়ার সারোয়ার জাহান, মাহবুবুর রহমান, মোঃ আবুল কালাম, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জল, রফিকুল ইসলাম অপু, নুর নাহার মিষ্টি, সেলিনা বেগম, ববিতা খাতুন, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম ছবি প্রমুখ।