Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারি গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২২, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

 

বগুড়ার নন্দীগ্রামে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম ভোলা (৩৮) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে থানার এসআই শাহ সুলতান মো. হুমায়ুন কবির সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে কামুল্যা গ্রামের রাস্তা থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করে। এ বিষয়ে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আসামি সাইফুল ইসলাম ভোলা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা গ্রামের মৃত খয়বর আলী মাস্টারের ছেলে।

শুক্রবার থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে এবং থাকবে। আর মাদকের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।