নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম আর নেই। ইন্না লিল্লাহি………রাজিউন। রবিবার (১০ মার্চ) রাতে তার পারিবারিক সূত্রে মৃত্যুর খবরটি জানা গেছে। ইহসানুল করিমের মৃত্যুতে এক বিজ্ঞপ্তিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বীর মুক্তিযোদ্ধা ও পেশাদার সাংবাদিক ইহসানুল করিমকে ২০১৫ সালের ১৫ জুন প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক ভাবে নিয়োগ দেওয়া হয়। এরপর তার মেয়াদ আরও বাড়ানো হয়।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে নিয়োগ পাওয়ার আগে, তিনি রাষ্ট্রপতির প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৯-২০১৩ সালে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি ১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও, তিনি বাসস’র নয়াদিল্লী সংবাদদাতা হিসেবেও ভারতে দীর্ঘ ৫ বছর কাজ করেন।
ইহসানুল করিম তার সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) ও পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)-সহ বেশ কয়েকটি বিদেশী সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
জাতির পিতার উদাত্ত আহবানে সাড়া দিয়ে তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্স (বিএলএফ)-এর সদস্য হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে যুদ্ধ করেন। কুষ্টিয়া জেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন ইহসানুল করিম।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম ডিগ্রি অর্জন করেন। ইহসানুল করিমের স্ত্রীর নাম মমতাজ শিরিন করিম। তাদের এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।