Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্র শিবিরের উদ্যোগে সাড়ে ৩শ’ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১৩, ২০২৫ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় সাড়ে ৩শ’ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা মডেল রিসোর্স সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলনে, জামায়াত মনোনীত বগুড়া-৪ আসনের এমপি প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, পৌর জামায়াতের অর্থ সম্পাদক আব্দুস ছাত্তার, উপজেলা জামায়াতের র্কমপরষিদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, বগুড়া জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ কুতুব সাব্বির, সেক্রেটারী হাফেজ আল ইমরান, জেলা সাহিত্য সম্পাদক কামরুজ্জামান, জেলা সাংস্কৃতিক সম্পাদক আবু হুজায়ফা, জেলা ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল মুমিন, বগুড়া শহর ছাত্রশিবিরের সভাপতি হাবিবুল্লাহ খন্দকার, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদের, নন্দীগ্রাম পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, উপজলো ছাত্রশিবিরের সেক্রেটারী গোলাম রাব্বী, অফিস সম্পাদক সাকিবুল হাসান, অর্থ সম্পাদক আফিফ হোসেন, সাহিত্য সম্পাদক সাব্বির হোসেন প্রমুখ। পরে গ ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত উপজেলার প্রায় সাড়ে ৩শ’ কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন প্রধান অতিথি।