Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জামায়াতের যুব বিভাগের যুব দিবস পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১২, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে জামায়াতের যুব বিভাগের যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১২আগস্ট মঙ্গলবার যুব বিভাগের উদ্যােগে বাদ আছর একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।

এরপর উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ সাদীর সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারি আব্দুল আলীমের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল,উপজেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, পৌর জামায়াতের সভাপতি জাহিদুল ইসলাম, , অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, পৌর যুব জামায়াতের সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মনিরুল ইসলাম মনির, সাবেক সভাপতি আমিরুল ইসলাম মুমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, প্রমুখ।