Khaborer Patrika
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার বনানী বাইপাসে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ফ্লাইওভার দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৯, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে আজ শনিবার দুপুর ১টার দিকে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে বেশকয়েক কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন। এসময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় ১ ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

অবরোধের খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”