বগুড়ার নন্দীগ্রামে ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব সহ অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে ছুটে গেলেন সাবেক এমপি মোশারফ। ইউনিয়ন ছাত্রদল নেতা রাকিব এক্সিডেন্ট হয়ে হাসপাতালে ভর্তি থাকায় তাকে দেখতে ও হসপিটালে অন্যান্য রোগীদের খোঁজখবর নিতে ৮ আগস্ট শুক্রবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
ওই সময় ছাত্রদল নেতা শাকিব সহ অন্যান্য রোগীদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। এসময় সাবেক এমপি বলেন, ছাত্রদল নেতা রাকিব সহ আমার নির্বাচনী এলাকার ভাই-বোনেরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে খবর শুনে দ্রুত ছুটে যাই। এবং সেখানে গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেই। আমি তাদের সুস্থতা কামনা করি। তিনি আরো বলেন, আমার নির্বাচনী এলাকার ভাইয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে এ কথা শুনতে পেয়ে আমি থাকতে পারি না তাই সব সময় হাসপাতালে গিয়ে তাদের সাথে দেখা করি এবং তাদের সার্বিক খোঁজ খবর নেই। আমি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম, এখনো নেতাকর্মীদের পাশেই আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ । ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।