বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারীকে গ্রেফতার কারাগারে প্রেরণ করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম দক্ষিণপাড়ায় অভিযান চালিয়ে মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মাহফুজ আলম (৫৫) কে নাশকতা মামলায় গ্রেফতার করে পুলিশ। সে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। তার নামে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারীকে গ্রেফতার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।