Khaborer Patrika
ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৯, ২০২৫ ৪:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে স্ত্রীকে ভিডিও কলে রেখে অভিমান করে সাব্বির হোসেন নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছে। শুক্রবার (১৮ জুলাই ) রাত্রি ১০টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া সংলগ্ন ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৫) বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

স্বামীর সাথে যোগাযোগ না রাখায় ভিডিও ফোনে স্ত্রীকে রেখে অভিমান করে সাব্বির হোসেন ‘আত্মহত্যা’ করেছেন বলে জানান স্বজনরা।

নিহত সাব্বির হোসেনের স্বজনরা আরো জানান, কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক সমস্যা চলছিল। যে কারণে স্ত্রী রাগারাগি করে নারায়ণগঞ্জ বাবার বাড়িতে চলে যায়। সাব্বির যোগাযোগ করার চেষ্টা করলে তার স্ত্রী কোন ভাবেই তার সাথে কথা বলতে রাজি নন। রাগে ক্ষোভে ভিডিও ফোনে কথা বলার একপর্যায়ে স্ত্রীকে লাইনে রেখেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাব্বির হোসেন। বাসার অন্য ভাড়াটিয়া সাব্বির হোসেনের শয়ন ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালের মর্গে পাঠায়।

এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া সংলগ্ন ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পরে নিশ্চিত করা যাবে।