Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়লো চোর, জনতার হাতে গণধোলায় 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৬, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চুরি করতে গিয়ে গণধোলাই এর শিকার হয়েছেন নন্দীগ্রাম উপজেলার দুই চোর। গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের হাটখোলা এলাকায় মনসুর আলীর ছেলে আব্দুল মুমিনের বাড়িতে চুরি করতে গিয়ে এ গণধোলাইয়ের ঘটনা ঘটে।

গণধোলাই এর শিকার হওয়া ব্যক্তিরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের আনসার আলীর ছেলে আলম হোসেন (৩৫) ও নন্দীগ্রাম ২নং সদর পৌরসভার ১নং ওয়ার্ডের ফোকপাল গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে বায়জিদ হোসেন (গিট্টু, ২৭)। উক্ত ঘটনায় বর্তমানে তারা নন্দীগ্রাম বিজরুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আব্দুল মমিন জানান , রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাত আড়াইটার দিকে উঠে ওয়াশরুমে যাওয়ার সময় দরজার শিকল কাটার শব্দ শুনতে পাই। বাহিরে এসে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে এসে তাদের ধাওয়া করে ধরে ফেলে উত্তম মাধ্যম দেয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোজাহারুল ইসলামের যোগাযোগ করলে তিনি বলেন, চুরি করার সময় গণধোলাই এর শিকার হয়ে দুই চোর হাসপাতালে ভর্তি রয়েছে, সুস্থ হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।