Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশ’র কমিটি গঠন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১৪, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে প্রত্যাশা ফাউন্ডেশ’র নতুন কমিটি গঠন করা হয়েছে। (১৩ জুলাই) রবিবার সন্ধ্যায় বগুড়ার রানা প্লাজার কপি শপে ড. আবু সালেহ মামুন এর সভাপতিত্বে এবং  আব্দুল কাদের এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আলোচনা শেষে অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে ড. আবু সালেহ মামুনকে চেয়ারম্যান এবং মোঃ আব্দুল কাদেরকে সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়। 

এছাড়াও মোঃ নাজমুস সাকিবকে ভাইস- চেয়ারম্যান, মোঃ আরিফুল ইসলামকে সহঃ সেক্রেটারি, মোঃ ওলিউল হাসান শিমুলকে কোষাধ্যক্ষ, মোঃ রাকিবুল ইসলামকে সহঃ কোষাধ্যক্ষ, মোঃ আব্দুল্লাহ আল শাফিকে অফিস সেক্রেটারি, মোঃ শফিক আহমেদকে প্রচার সেক্রেটারি হিসেবে ঘোষণা করে ১ বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠানে অতিথিরা বলেন,পরিবেশ পরিস্থিতির আলোকে মানুষের অধিকার নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত, নিরক্ষর মুক্ত, মানব সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য সাবেক ছাত্রনেতাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন এর কার্যক্রম বেগবান করার জন্য উক্ত কমিটি দেওয়া হয়েছে।