বগুড়ার নন্দীগ্রামে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৯২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে উত্তীর্ণ হয়েছে।
জিপিএ-৫ প্রাপ্তিতে উপজেলায় শীর্ষ অবস্থানে রয়েছে চাকলমা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন, দ্বিতীয় স্থানে বুড়ইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৩ জন এবং ধুন্দার উচ্চ বিদ্যালয় থেকে ৮ জন জিপিএ-৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। এবছর উপজেলায় এসএসসিতে ১৮টি স্কুল ও এসএসসি (ভোকেশনাল) সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৯১ জন।
অপরদিকে উপজেলার মাদ্রাসা পর্যায়ে ১৯টি মাদ্রাসার মধ্যে দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) মিলিয়ে মোট ১,৯৩০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১,৫০৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯২ জন। পাশের হার ৭৮ শতাংশ। উপজেলার কোন শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাশ করেনি।