Khaborer Patrika
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৯, ২০২৫ ১:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁতে ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন নওগাঁ জেলা শাখা।

আজ মঙ্গলবার ০৮জুলাই ২০২৫ সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত নওগাঁ সিভিল সার্জন অফিস কার্যালয়ের সামনে ৬ দফাদাবী বাস্তবায়নের লক্ষ্যে ৩ ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বক্তব্যে স্বাস্থ্যকর্মীরা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেডে প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নতিকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে প্রদান সহ ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নে দাবী জানান তারা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন,সংগঠনটির নওগাঁ জেলা শাখার সভাপতি মোঃ রেজাউল হক, সাধারণ সম্পাদক অনুপ কুমার ঘোষ,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম,সদর উপজেলার সভাপতি নার্গিস আক্তার,মহাদেবপুর উপজেলার সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সহ আরও অনেকে।