Khaborer Patrika
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আম ও তালগাছের চারা বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৯, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

রতন রায়, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: রাজারহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গত ৮ জুলাই ২০২৫ তারিখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ জনগণ আম চারাগাছ ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তালগাছের চারা বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই প্রাকৃতিক সম্পদ নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে কাজ করা হয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: সাইফুন্নাহার সাথী বলেন, মোট দুইহাজার দুইশত পচাত্তর টি চারাগাছ বিতরণ করা হবে যাহা চলমান রয়েছে। আম গাছের চারা কৃষকদের, তালগাছ, নারকেলগাছ শিক্ষাপ্রতিষ্ঠানে ও শিক্ষার্থীদের জন্য নিমগাছ অনান্য চারাগাছ রয়েছে। এধরণের চারাগাছ স্থানীয় জলবায়ু ও মাটিতে সহজে বৃদ্ধি পায় এবং এর ফল, কাঠ ও অন্যান্য উপাদান স্থানীয় মানুষের চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়েছে।

এই কর্মসূচিতে কৃষি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।