“চলো করি বৃক্ষরোপন গড়ে তুলি সবুজ ভুবন” এই প্রতিপাদ্যোকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে শিকড় Roots সামাজিক সংগঠনের উদ্যােগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শিকড় Roots সামাজিক সংগঠনের আয়োজনে উমরপুর আশরাফুল উলুম হাফেজিয়া মাদ্রাসা ও নামুইট মাদ্রাসা মাঠে ফলজ গাছ রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শিকড়ের কেন্দ্রীয় প্রতিনিধি মাসুদ রানা, অন্তর রহমান, রাকিব হোসেন প্রমুখ।