Khaborer Patrika
ঢাকারবিবার , ২৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৯, ২০২৫ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকরাম হোসেন (৩৬) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মাজেদ আলীর ছেলে। রবিবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার দুপুরে উপজেলার দেওগ্রাম এলাকায় ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় সে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে আকরাম হোসেনের মৃত্যু হয়। তার পরিবারের সদস্য উপজেলার লুস্কুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, নিহত আকরাম হোসেন পল্লী পশু চিকিৎসক ছিলেন। সে গত শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে পশু চিকিৎসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথে দেওগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দু’দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।