Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছাত্রশিবিরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

 ‘একটি হলেও বৃক্ষরোপন করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক  সবার প্রাণে’ এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা ও পৌর ছাত্রশিবিরে উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। 

শুক্রবার (২৭ জুন) উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম জুমুলতলা মসজিদ মাজারের সামনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়।  আম, জাম, পেয়ারা, কাঠাল সহ বিভিন্ন ফলজ গাছের চারা রোপন ও বিতরণী বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব  সাব্বির, জেলা সেক্রেটারি হাফেজ আল ইমরান, জেলা অফিস সম্পাদক আবু হানিফ, অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রকাশনা সম্পাদক মেহেদুল ইসলাম, সাহিত্য সম্পাদক রাসেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক আবু হুজায়ফা, নন্দীগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আমিরুল মুমিন, সেক্রেটারি মুনির হোসেন, পৌর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সেক্রেটারী বাকি বিল্লাহ সহ জেলা, থানা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।