Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৭ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে দুই মাথা বিশিষ্ঠ গাভীর বাচ্চার জন্ম

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৭, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে দুই মাথা, দুই মুখ, চার চোখ, চার কান বিশিষ্ঠ একটি বাছুরের জন্ম দিয়েছে এক গাভী। তবে জন্মের কিছুক্ষণ পর পরই বাছুরটি মারা যায়। শুক্রবার (২৭ জুন) সকালে উপজেলার ভাটরা ইউনিয়নে তেঘর গ্রামে মাওলানা রুহুল আমিন যুক্তিবাদীর বাড়িতে এ ঘটনা ঘটে।

বাছুরটি দেখতে তার বাড়িতে লোকজন ভির জমায়।গরুর মালিক উপজেলা জামায়াত নেতা মাওলানা রুহুল আমিন জানান, এমন ঘটনা কখনও দেখিনি। তবে সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। প্রথমে ভয় পেলেও পরে বুঝলাম এটি জন্মগত একটি ত্রুটি। ভেবেছিলাম বাঁচবে কিন্ত জন্মের কিছুক্ষণ পরই মারা যায় বাছুরটি। এবিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানি বলেন, জেনেটিক্যাল ত্রুটির কারণে এমন বাছুর প্রসব করতে পারে।