বগুড়ার নন্দীগ্রামে মনসুর হোসেন ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গনে এ সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ মাহাবুবুর রশিদের সভাপতিত্বে ও প্রভাষক রোকাইয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও নন্দীগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা নিরাপদ সড়ক চাই সভাপতি জামাল হোসেন।
এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, বিএনপি নেতা আব্দুল হাকিম, গোলাম মোস্তফা, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীর শেখ, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী, কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল ও সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।