Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে যুবদলের উদ্যোগে ডা.জোবাইদা রহমানের জন্মবার্ষিকী পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৯, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১৮ জুন) বাদ আছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে ডা.জোবাইদা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুশফিকুর রহমান।

পরে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন। এই সময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, যুবদল নেতা গোলাপ হোসেন, গোলাপ আকন্দ, সাগর আহম্মেদ, জিয়াউর রহমান, আলমগীর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।