Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৬ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নন্দীগ্রামে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৬, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মামুন আহমেদ , নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত ১৫ দিনব্যাপী দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ১৬ জুন সোমবার নন্দীগ্রাম উপজেলা ও পৌর  ছাত্রদলের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম, আর হাসান পলাশ এর নির্দেশে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। নন্দীগ্রাম উপজেলা ও পৌর  ছাত্রদল এর নেতৃত্বে এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এদিন ছাত্রদলের নেতাকর্মীরা নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও গুরুত্বপূর্ণ এলাকায় পরিবেশবান্ধব ও ফলজ গাছ রোপণ করেন। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আর এইচ নুরনবী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নবীর শেখ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম-সম্পাদক শাহীন শেহজাদ, পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিজান আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক মাহাবুব রহমান, রবিউল ইসলাম, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আফিফ হাসান, ছাত্রদল নেতা কাউসার আলী, মারুফ হোসেন, রাকিব হাসান, সোহান আহমেদ, শাহরিয়ার, নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমূখ।

বৃক্ষরোপনকালে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন,  “পরিবেশ রক্ষা করা শুধু সামাজিক দায় নয়, এটি একটি জাতীয় দায়িত্ব। ছাত্রদল সবসময় দেশের স্বার্থে জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।” এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ছাত্রদল পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ জনগণকে আরও বেশি করে গাছ লাগাতে উদ্বুদ্ধ করার আহ্বান জানায়।