জুলাই-আগস্টে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার শহীদ সোহেলের পরিবারের হাতে ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির মাংস পৌঁছে দিয়েছেন নন্দীগ্রাম উপজেলা প্রশাসন।
জেলা প্রশাসক হোসনা আফরোজা’র নির্দেশে এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: লায়লা আঞ্জুমান বানুর উদ্যোগে ৮জুন রবিবার বিকেলে নন্দীগ্রামের শহীদ সোহেলের বাড়ি গিয়ে তার বাবার হাতে কোরবানির মাংস তুলে দেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার বলেন, গণঅভ্যুত্থানে শহীদ নন্দীগ্রাম উপজেলার সোহেল রানার পরিবারের কাছে বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা স্যারের নির্দেশে এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: লায়লা আঞ্জুমান বানু স্যারের উদ্যোগে শহীদ সোহেলের পরিবারে গিয়ে তার বাবার হাতে কোরবানির মাংস তুলে দেওয়া হয়েছে।