Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম এমএইচ ডিগ্রী কলেজ ছাত্রদলের পুনরায় সভাপতি হলেন শাকিল

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ৫, ২০২৫ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছে ফিরোজ আহম্মেদ শাকিল।
গত ৪ জুন (বুধবার) দিবাগত রাতে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত ৭ সদস্য বিশিষ্ট নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন করেছে। উক্ত আংশিক কমিটিতে নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের উদীয়মান তরুন ছাত্রনেতা ফিরোজ আহম্মেদ শাকিল পুনরায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছে। এর পূর্বেও সে অত্র কলেজ ছাত্রদলের সভাপতি ছিলো। কঠোর পরিশ্রম আর সততার সাথে দায়িত্ব পালন এবং কলেজের ছাত্র সংগঠনকে গতিশীল করতে সে দিন-রাত পরিশ্রম করেছে ও করেই যাচ্ছে। তার সঠিক দিক-নির্দেশনামূলক নেতৃত্বের কারণে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল ইতোমধ্যেই পরিপূর্ণ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। আংশিক কমিটির অন্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি আফিফ হাসান, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়জিদ আহমেদ, আবু সায়েম এবং সাংগঠনিক সম্পাদক ইমরান আহমেদ রাবু।