Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ২২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ধান কর্তন মাঠ দিবস উদ্বোধন ও জেলা প্রশাসকের বিভিন্ন উপকরণ বিতরণ

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ২২, ২০২৫ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমী আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বোরো ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টার এর মাধ্যমে ধান কর্তন মাঠ দিবস উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার ২২মে নন্দীগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সদর ইউনিয়নের তেঘরি মাঠে আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ধান কর্তন মাঠ দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

এসময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ফয়সাল আহমেদ। উদ্বোধন শেষে উপজেলা অডিটরিয়ামে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথমেই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রধান অতিথিকে বরণ করে নেওয়া হয়। বরণ শেষে বগুড়া খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্যের সঞ্চালনায় কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজুল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার সহ উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  এ ছাড়াও এ দিন বেলা ১১ টায় নন্দীগ্রাম কাথম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন, অত্র বিদ্যালয় বৃক্ষরোপণ, পৌরসভা পরিদর্শন ও ডিজিটাল সেন্টার দর্শন, উপজেলা শিশু পার্ক এর সংস্কার কাজ সমূহ উদ্বোধন, বি এম স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ, উপজেলা ভূমি অফিস পরিদর্শন, সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও ডিজিটাল সেন্টার দর্শন, গোয়াল গাড়ি আশ্রম প্রকল্প দর্শন, ভাটগ্রাম ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, উপজেলা ভদ্রাবতিতে গরিব অসহায় ও দুস্থ মায়েদের মাঝে শিশু খাদ্য বিতরণ, হুইল চেয়ার বিতরণ, সেলাই মেশিন বিতরণ, কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ, গ্রাম পুলিশ ও আনসারদের মধ্য টর্চ লাইট, লাঠি, বাঁশি বিতরণ, এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল ডাস্টবিন এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদানের এক মি.লি. সিরিন্জ বিতরণ করেন জেলা প্রশাসক।