বগুড়ার নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)মোজাহারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় কর্মরত বিভিন্ন পত্রিকার নন্দীগ্রামের সাংবাদিকরা। রবিবার (১৮ মে) রাত ৮টার দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলামের সাথে তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সেসময় উপস্থিত ছিলেন যায়যায়দিন পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, মানবজমিন প্রতিনিধি ও দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, বাংলাদেশ বুলেটিন নন্দীগ্রাম প্রতিনিধি মামুন আহমেদ কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম তোতা। নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, একাব্বর হোসেন পুটু, মোহনা টিভির প্রতিনিধি ও সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান, সমকাল প্রতিনিধি ও দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাব্বির হোসেন। সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকবৃন্দ নন্দীগ্রাম উপজেলায় অপরাধ দমনে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। নন্দীগ্রাম থানার নবাগত অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম সাংবাদিকদের আন্তরিকতা ও উপস্থিতির জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, নন্দীগ্রাম উপজেলায় অপরাধ দমনে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিসহ শান্তি বজায় রাখতে পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সহযোগীতামূলক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।