বগুড়া-নাটোর মহাসড়কে অবৈধভাবে ট্রাক পার্কিংয়ের দায়ে চার ট্রাক চালককে ১হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৬মে ) বিকেল ৩টায় বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের উপর অবৈধভাবে ট্রাক পার্কিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী চার ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতে চার হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার।
ভ্রাম্যমাণ অভিযান চলাকালে প্রসিকিউটর হিসেবে ছিলেন কোন্দারহাট হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলাম। জানা গেছে, বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এলাকায় মহাসড়কের পাশের্^ খাবার হোটেল গড়ে ওঠার কারণে বহুদিন ধরে ট্রাক চালকরা অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিলো। বিশেষ করে শুক্রবার হাটবারের দিনে মহাসড়কের অর্ধেক রাস্তা এসব অবৈধ ট্রাক পার্কিং করার কারণে যানজটের সৃষ্টি হতো। এসব অবৈধ ট্রাক পার্কিং করার কারণে গত এক বছর আগে ওই স্থানে একজন মৎস্য চাষী রোড এক্সিডেন্ট এ প্রাণ হারায়। উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে অবৈধ পার্কিংয়ের ব্যাপারে সতর্ক করা হলেও চালকরা গুরুত্ব দেয়নি। শুক্রবার সকালে আবারও ওই স্থানে অবৈধ গাড়ি পাকিংয়ের দায়ে চার ট্রাক চালককে জরিমানা করা হয়। নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার জানান, মহাসড়কে অবৈধ ভাবে ট্রাক পার্কিং করে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে ৪ চালককে চার হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।