কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে চলতি এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অভিভাবকদের মাঝে খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় সারাদেশের ন্যায় পরীক্ষার্থীদের হাতে কলম, পেন্সিলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। পরে পরীক্ষা কেন্দ্রের বাহিরে অপেক্ষামান অভিভাবকদের মাঝে খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে।
সেসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূরনবী, উপজেলা ছাত্রদলের সিঃ সহ সভাপতি নবির শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন শেহজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক সুজন, ধর্ম বিষয়ক সম্পাদক জান্নাত, তথ্য ও গভেষণা বিষয়ক সম্পাদক মাহাবুব কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফিফ ৬নং ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক রবিউল, ছাত্রদল নেতা আকাশ, আবির, মুমিন, রকি প্রমুখ।