বগুড়ার নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে দলছুট একটি মুখপোড়া হনুমান। এ হনুমানটি দেখার জন্য কৌতূহলী অনেক মানুষ ভিড় করছেন। ২৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে এই হনুমানটির দেখা মেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের কৌহুলি গ্রামে। আর এ হনুমান দেখতে ভিড় করছে ওই এলাকার উৎসুক জনতা।
শিশুরা কিছুটা ভয় পেলেও তাদের পিছু ছাড়ছে না। তবে কারও কোনো ধরনের ক্ষতি করছে না হনুমানটি। মুখপোড়া হনুমানটি খুবই শান্ত স্বভাবের। পেটের ক্ষুধায় ভয়ভীতি ছেড়ে লোকালয়ে এসেছে বলে ধারণা করছেন উৎসুক জনতা। লোকজনের আনাগোনা বেশি হলে বিরক্ত হয়ে কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে ওঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করতে দেখা যায় হনুমানটিকে। অনেকে হনুমানটিকে কলা, বিস্কুট, বাদাম, কেকসহ বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন। খাবার খেয়ে আবারো গাছে উঠে যাচ্ছে। কেউ প্রাণীটির দৃষ্টি আকর্ষণের জন্য নানাভাবে অঙ্গ-ভঙ্গি প্রদর্শন করছে। আবার কেউবা কারণে-অকারণে প্রণীটিকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন। ফলে প্রাণের ভয়ে নিজের স্থান বার বার পরিবর্তন করছে হনুমানটি।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, হনুমানটি হয়তো নিরাপদ খাদ্য ও আশ্রয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। হনুমানটি দেখতে এলাকার ছোট বড় সবাই ভিড় জমাচ্ছে।