Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মোটরসাইকেল অটোভ্যান সংঘর্ষে সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ৪, ২০২৫ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে রিফা (২৬) নামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। ৪এপ্রিল শুক্রবার বিকেলে বগুড়া নাটোর মাহসড়কের কৈগাড়ী মোড়ে এ সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত রিফা শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সৌদি প্রবাসী মো: বুলবুল হোসেনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা যায়, রিফা ১নং বুড়ইল ইউনিয়নের কৌহুলি গ্রামের আব্দুল বারিকের মেয়ে। চাচাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খেয়ে ঔষুধ কেনার জন্য ৩ বছর বয়সী ছেলে ইউসুফকে নিয়ে ভ্যানগাড়িতে চরে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন রিফা। বগুড়া-নাটোর মহাসড়কের কৈগাড়ি মোড়ে এসে পৌঁছিলে বগুড়ার দিক থেকে দ্রুতগতিতে আসা এক মোটরসাইকেল ভ্যানগাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে ভ্যানগাড়ি উল্টে গিয়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় সৌদি প্রবাসীর স্ত্রী রিফা ও সাথে থাকা ৩ বছর বয়সী ছেলে ইউসুফ।

এ দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে যায় মোটরসাইকেল চালকের। এরিপোর্ট লেখা পর্যন্ত মোটরসাইকেল চালকের নাম পরিচয় জানা যায়নি বর্তমানে মোটরসাইকেল চালকও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎধীন অবস্থায় সন্ধ্যায় সৌদি প্রবাসীর স্ত্রী রিফার মৃত্যু হয়। দুর্ঘটনায় রিফার ছেলে ইউসুফ সুস্থ রয়েছে বলে জানা যায়।

এবিষয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মনোয়ারুজ্জামানের সাথে কথা বললে তিনি জানান, এদুর্ঘটনার বিষয়ে আমার জানা নেই।